স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে স্বাস্থ্য দফতরে ডেপুটেশন যুব কংগ্রেসের
আগরতলা, ৪ জুলাই (হি.স.) : শুক্রবার প্রদেশ যুব কংগ্রেস গুর্খাবস্তির স্বাস্থ্য ও পরিষেবা পরিচালকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছে। স্বাস্থ্য দফতরে বিভিন্ন কারিগরি পদের জন্য চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুব কংগ্রেসের তরফ
ডেপুটেশন যুব কংগ্রেসের


আগরতলা, ৪ জুলাই (হি.স.) : শুক্রবার প্রদেশ যুব কংগ্রেস গুর্খাবস্তির স্বাস্থ্য ও পরিষেবা পরিচালকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছে। স্বাস্থ্য দফতরে বিভিন্ন কারিগরি পদের জন্য চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুব কংগ্রেসের তরফে।

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহার নেতৃত্বে প্রতিনিধিদলটি ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি, ইমেজিং টেকনোলজিস্ট এবং চক্ষু বিশেষজ্ঞের মত পদের জন্য অনলাইন আবেদন ব্যবস্থায় গুরুতর প্রযুক্তিগত সমস্যাগুলি তুলে ধরেন।

নীল কমল সাহার মতে, ২০,০০০ এরও বেশি প্রার্থী প্রাথমিকভাবে অনলাইনে আবেদন জমা দিয়েছিলেন। তবে, সার্ভারের ত্রুটির কারণে প্রযুক্তিগত ত্রুটিগুলি স্বীকার করে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এবং প্রার্থীদের তাদের আবেদন পুনরায় জমা দেওয়ার জন্য বলেছে দফতর।

তিনি অভিযোগ করে বলেন, এখনও সার্ভারটি মূলত অকার্যকর রয়েছে, যার ফলে অনেক যোগ্য প্রার্থী তাদের আবেদন পুনরায় জমা দিতে পারছেন না। প্রার্থীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি এবং হতাশা তৈরি হয়েছে। তিনি বলেন, যুব কংগ্রেস সমস্ত আবেদনকারীদের জন্য অবিলম্বে একটি অফলাইন জমা ডেস্ক স্থাপন এবং আবেদনের সময়সীমা কমপক্ষে সাত কর্মদিবস বাড়ানোর দাবি জানিয়েছে।

যুব কংগ্রেস সভাপতি বলেন, ভবিষ্যতে এই ধরণের সমস্যা রোধ করার জন্য তারা দফতরকে তাদের অনলাইন নিবন্ধন পরিকাঠামো আপগ্রেড করার আহ্বান জানিয়েছেন। যুব কংগ্রেস দাবি জানিয়েছে নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী হতে হবে, যাতে প্রশাসনিক ত্রুটির কারণে কোনও যোগ্য প্রার্থী বাদ না পড়েন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande