নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার দুই যুবক
আমবাসা (ত্রিপুরা), ৪ জুলাই (হি.স.) : ধলাই জেলার ছৈলেংটার বীরেন্দ্র পাড়া গ্রামে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক দুই যুবক। ধৃতরা হল বিকাশ দেববর্মা (পিতা: গোবিন্দ দেববর্মা) এবং সমেন দেববর্মা (পিতা: পদ্ম দেববর্মা)। জানা গিয়েছে, পরিবারের সদস্যদের
গ্রেফতার


আমবাসা (ত্রিপুরা), ৪ জুলাই (হি.স.) : ধলাই জেলার ছৈলেংটার বীরেন্দ্র পাড়া গ্রামে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক দুই যুবক। ধৃতরা হল বিকাশ দেববর্মা (পিতা: গোবিন্দ দেববর্মা) এবং সমেন দেববর্মা (পিতা: পদ্ম দেববর্মা)।

জানা গিয়েছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গ্রামের ওই নাবালিকাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা করে বিকাশ দেববর্মা ও সমেন দেববর্মা। নাবালিকাটি কোনওমতে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পরিবারের লোকজনকে পুরো ঘটনা খুলে বলে।

এরপর নাবালিকার পরিবারের সদস্যরা ছৈলেংটা থানায় গিয়ে দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বিকাশ ও সমেনকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, ছৈলেংটা থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের উপর হামলা চালিয়েছে অভিযুক্ত বিকাশ দেববর্মা। সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। রাজীব সরকার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন এবং অভিযুক্তদের ভিডিও নেওয়ার চেষ্টা করেন, তখনই অভিযুক্ত বিকাশ দেববর্মা তাঁর উপর চড়াও হয়। বিকাশ দেববর্মা সাংবাদিক রাজীব সরকারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং আক্রমণের চেষ্টা চালায়।

সাংবাদিকের উপর এমন হামলার ঘটনাকে কেন্দ্র করে ছৈলেংটা থানায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকের উপর হামলার ঘটনাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নতুন ধারা প্রয়োগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande