আমেঠী, ২ জুলাই (হি.স.): নেশা মুক্ত আমেঠী অভিযান নেমে জেলার ইনহাউনা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযানে প্রায় সাড়ে আট লক্ষ টাকার অবৈধ স্ম্যাক সহ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিন অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন।
বুধবার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আবিদ আলী (২৭), জাবির (২৯), মহম্মদ রইস (৩৬) কে গ্রেফতার করে। তল্লাশির সময় তিন অভিযুক্তের কাছ থেকে মোট ৮৫ গ্রাম অবৈধ স্ম্যাক উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় সাড়ে আট লক্ষ টাকা বলে অনুমান করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া