মহিলা ও শিশুকে খুনের অভিযোগ একত্রবাস সঙ্গীর বিরুদ্ধে
বিদিশা, ২৩ জুলাই (হি.স.): গঞ্জবসোদার জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মধ্যপ্রদেশের বিদিশার ঘটনা। এক মহিলা এবং তাঁর সন্তানকে খুনের অভিযোগ উঠল একত্রবাস সঙ্গীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অনুজ খুন করে পালানোর বদলে সারারাত মৃতদেহের পা
Death


বিদিশা, ২৩ জুলাই (হি.স.): গঞ্জবসোদার জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মধ্যপ্রদেশের বিদিশার ঘটনা। এক মহিলা এবং তাঁর সন্তানকে খুনের অভিযোগ উঠল একত্রবাস সঙ্গীর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অনুজ খুন করে পালানোর বদলে সারারাত মৃতদেহের পাশে বসেছিলেন। এ ছাড়াও মৃত ৩৬ বছরের রামসখী কুশওয়াহার লিপস্টিক নিয়ে ঘরের দেওয়ালেই খুনের স্বীকারোক্তি লেখেন তাঁর একত্রবাস সঙ্গী। পুলিশ জানতে পেরেছে, রামসখী তাঁর স্বামীর থেকে আলাদা ছিলেন। গত কয়েক মাস ধরে অনুজ বিশ্বকর্মা নামে এক ব্যক্তির সঙ্গে থাকতে শুরু করেন রামসখী এবং তাঁর শিশুকন্যা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande