ইরানের আদালতে জঙ্গি হানায় নিহত ৬, আহত ২২
তেহরা, ২৬ জুলাই (হি.স.) : ইরানের আদালত ভবনে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ৬ জনের। ঘটনায় আহত হয়েছেন ২২ জন। প্রাদেশিক রাজধানী জাহেদানে ঘটনাটি ঘটেছে। সেদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ইরানের সিস্তান-বালুচিস্
ইরানের আদালতে জঙ্গি হানায় নিহত ৬, আহত ২২


তেহরা, ২৬ জুলাই (হি.স.) : ইরানের আদালত ভবনে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ৬ জনের। ঘটনায় আহত হয়েছেন ২২ জন। প্রাদেশিক রাজধানী জাহেদানে ঘটনাটি ঘটেছে। সেদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের আদালতে জঙ্গিরা হামলা চালায়। রাজধানী তেহরান থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এলাকাটি।

জইশ আল-আদেল গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে একজন মহিলা এবং শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তিন জঙ্গিকে খতম করা হয়েছে। ঘটনার পর এলাকা ঘিরে রেখেছে বাহিনী।সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির মতে, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। তারা ভবনে গ্রেনেড ছোড়ে। এর ফলে ভেতরে থাকা ৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে শিশু ও মহিলাও রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande