দুর্ভিক্ষের মুখে গাজা, অন্ন সংস্থানে ক্যামেরার সরঞ্জাম বিক্রি করতে চেয়ে পোস্ট চিত্র সাংবাদিকের
গাজা, ২৭ জুলাই (হি.স.): দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে গাজা। দু''মুঠো খাবার জোগাড় করা দায়। নিজের ও পরিবারের অন্ন সংস্থানে নিজের ক্যামেরার সরঞ্জাম ও প্রেস লেখা বর্ম (জ্যাকেট) বিক্রি করতে চেয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন সেখানকার এক চিত্র সাংবাদিক। মহম্মদ আব
দুর্ভিক্ষের মুখে গাজা, অন্ন সংস্থানে ক্যামেরার সরঞ্জাম বিক্রি করতে চেয়ে পোস্ট চিত্র সাংবাদিকের


গাজা, ২৭ জুলাই (হি.স.): দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে গাজা। দু'মুঠো খাবার জোগাড় করা দায়। নিজের ও পরিবারের অন্ন সংস্থানে নিজের ক্যামেরার সরঞ্জাম ও প্রেস লেখা বর্ম (জ্যাকেট) বিক্রি করতে চেয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন সেখানকার এক চিত্র সাংবাদিক।

মহম্মদ আবো ওউন নামে ওই সংবাদকর্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার কাজের সরঞ্জাম ও প্রেস শিল্ডটি বিক্রি করে নিজের ও পরিবারের জন্য খাবার কিনতে চাই।

উল্লেখ্য, গাজায় অপুষ্টিজনিত কারণে মৃত্যুর হার বাড়ার কথা আগেই জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। 'ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের' পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশ মানুষ দিনের পর দিন অভুক্ত অবস্থায় কাটাচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande