পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত ৯, জখম ৩০
ইসলামাবাদ, ২৭ জুলাই (হি.স.) : রবিবার পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি বাস এম-২ মোটরওয়ে দিয়ে পঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার বলকাসারের কাছে খাদে পড়ে যায়।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত ৯, জখম ৩০


ইসলামাবাদ, ২৭ জুলাই (হি.স.) : রবিবার পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইসলামাবাদ থেকে লাহোরগামী একটি বাস এম-২ মোটরওয়ে দিয়ে পঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার বলকাসারের কাছে খাদে পড়ে যায়। গাড়িতে ৪০ জন যাত্রী ছিলেন। পুলিশের মতে, বাসের একটি টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় নয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন, এক বিবৃতিতে চকওয়াল জেলা স্বাস্থ্য আধিকারিক (ডিএইচও) ডাঃ সাঈদ আখতার জানিয়েছেন।

আটজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন। আহতদের চকওয়ালের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande