গ্রিসের একাধিক স্থানে দাবানল, নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকলকর্মীদের
এথেন্স, ২৭ জুলাই (হি.স.): গ্রিসের রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার ভিতরে এ্যাটিকার বিরাট এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এই নিয়ে দেশের মোট পাঁচটি জায়গা দাবানলে পুড়ছে। জানা গেছে, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুশোরও বেশি দমকলকর্মী। এখনও
দাবানলের আশঙ্কায় গ্রিসে চূড়ান্ত সতর্কতা, তাপপ্রবাহ দক্ষিণ ইউরোপে


এথেন্স, ২৭ জুলাই (হি.স.): গ্রিসের রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার ভিতরে এ্যাটিকার বিরাট এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এই নিয়ে দেশের মোট পাঁচটি জায়গা দাবানলে পুড়ছে।

জানা গেছে, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুশোরও বেশি দমকলকর্মী। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, গ্রিসে একই সঙ্গে চলছে তাপপ্রবাহ। সেদেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার গ্রিসের বেশিরভাগ জায়গায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande