মালে, ২৬ জুলাই (হি.স.): মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কোয়ারে শনিবার মালদ্বীপের ৬০-তম স্বাধীনতা দিবস উদযাপিত হল। মালদ্বীপের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুও। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এদিন বলেছেন, সমস্ত মালদ্বীপবাসীর পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অনুষ্ঠানে মালদ্বীপে আসার আমন্ত্রণ গ্রহণ করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘সম্মানিত অতিথি’ হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ