দায়িত্ব নিলেন ইগনু-র নয়া উপাচার্য অধ্যাপক উমা কাঞ্জিলাল
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক উমা কাঞ্জিলালকে নিযুক্ত করা হয়েছে। ১৯৮৫ সালে ইগনু প্রতিষ্ঠার পর থেকে তিনিই প্রথম মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হলেন। অধ্যাপক কাঞ্জিলাল শুক্র
দায়িত্ব নিলেন ইগনু-র নয়া উপাচার্য  অধ্যাপক উমা কাঞ্জিলাল


নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক উমা কাঞ্জিলালকে নিযুক্ত করা হয়েছে। ১৯৮৫ সালে ইগনু প্রতিষ্ঠার পর থেকে তিনিই প্রথম মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হলেন।

অধ্যাপক কাঞ্জিলাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক কাঞ্জিলাল ১৯৮৪ সালে আইআইটি কানপুরে গবেষণা সহকারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ) তে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে অধ্যাপক হিসেবে কাজ করছেন।

অধ্যাপক কাঞ্জিলাল এর আগে যেসব সংস্থার দায়িত্বে ছিলেন, সেগুলোর মধ্যে আছে সেন্টার ফর অনলাইন এডুকেশনের পরিচালক (২০১৯-২০২১); ইন্টার-ইউনিভার্সিটি কনসোর্টিয়াম ফর টেকনোলজি এনাবল্ড ফ্লেক্সিবল এডুকেশনের পরিচালক (২০১৬-২০১৯); অ্যাডভান্সড সেন্টার ফর ইনফরমেটিক্স অ্যান্ড ইনোভেটিভ লার্নিং-এর পরিচালক (২০১২-২০১৩); স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের পরিচালক (২০০৭-২০১০); এবং ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান (২০০৪-২০০৬) প্রভৃতি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande