আহমেদাবাদ, ২৭ জুলাই (হি.স.): শরীর সুস্থ রাখতে সাইকেলের কোনও বিকল্প নেই। তাই সমগ্র দেশবাসীর কাছে প্রতিদিন মাত্র এক ঘণ্টা সাইকেল চালানোর অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে গুজরাটের আহমেদাবাদে সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে 'ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল'-এর বিশেষ সংস্করণে অংশগ্রহণ করেছেন।
২৬-তম কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে এদিন বিশেষ ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, সিএপিএফ কর্মীরা, আহমেদাবাদ পৌর কমিশনার এবং মেয়র এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, কার্গিল বিজয় দিবস উদযাপনের জন্য, সবরামতী আশ্রম থেকে গুজরাট বিদ্যাপীঠ পর্যন্ত সাইকেলে ভ্রমণের আয়োজন করা হয়েছে, যে পথ দিয়ে মহাত্মা গান্ধী নিয়মিত সাইকেল চালাতেন। সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং এই বার্তা দিয়েছে যে রবিবার সাইকেলে ভ্রমণ একটি স্বাস্থ্য মন্ত্র। প্রধানমন্ত্রী মোদী ফিট ইন্ডিয়ার স্লোগান দিয়েছিলেন এবং এর সাথে সামঞ্জস্য রেখে, প্রতি রবিবার ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়। আমি প্রতিটি ভারতীয়কে প্রতিদিন এক ঘণ্টা সাইকেল চালানোর জন্য আবেদন করতে চাই।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ