শ্রীনগর, ২৭ জুলাই (হি.স.): খেলো ইন্ডিয়া স্কিমের ফিট ইন্ডিয়া উদ্যোগের আওতায় ও কার্গিল বিজয় দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার শ্রীনগরে সাইকেল র্যালির আয়োজন করা হল। এই সাইকেল র্যালিতে শামিল হয়েছেন অসংখ্য মানুষ। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র সহযোগিতায় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই সাইকেল র্যালির আয়োজন করেছে। ডিআইজি বিএসএফ রঘুবীর সিং বলেন, এই র্যালিটি কাশ্মীর ফ্রন্টিয়ার দ্বারা আয়োজিত। এই র্যালিটি বোটানিক্যাল গার্ডেনে শেষ হবে। ফিটনেস বার্তা ছড়িয়ে দিতে আগ্রহী প্রায় ৭০ জন জওয়ান এবং সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
ফিটনেস প্রচারের জন্য 'খেলো ইন্ডিয়া' এবং 'ফিট ইন্ডিয়া' প্রচার অভিযানের আওতায় জম্মু সদর দফতর থেকেও একটি সাইকেল র্যালির আয়োজন করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ডিআইজি সঞ্জয় কুমার বলেন, বিএসএফ কমান্ডার এবং সৈন্যদের পক্ষ থেকে বার্তাটি স্পষ্ট, প্রত্যেকেরই খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত এবং তাঁদের আগ্রহের খেলা গ্রহণ করা উচিত যাতে শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে ওঠে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ