বাঁকুড়ায় নিখোঁজ শিশুর দেহ মিলল ঝোপে
বাঁকুড়া, ২৭ জুলাই (হি.স.): নিখোঁজ শিশুকন্যা রহস্যে অবশেষে পর্দাফাঁস করল বাঁকুড়া পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে এক বছর তিন মাসের শিশু কন্যাকে খুন করে তার দেহ ঝোপে ফেলে দেয় বাবা প্রশান্ত বাউড়ি। এই কাজে সহায়তা করে মা মুন্নি বা
বাঁকুড়ায় নিখোঁজ শিশুর দেহ মিলল ঝোপে


বাঁকুড়া, ২৭ জুলাই (হি.স.): নিখোঁজ শিশুকন্যা রহস্যে অবশেষে পর্দাফাঁস করল বাঁকুড়া পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে এক বছর তিন মাসের শিশু কন্যাকে খুন করে তার দেহ ঝোপে ফেলে দেয় বাবা প্রশান্ত বাউড়ি। এই কাজে সহায়তা করে মা মুন্নি বাউড়িও।

আরও জানা গেছে, বাঁকুড়ার বগা গ্রামের দম্পতির মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। দাম্পত্য সম্পর্কে ফাটল ধরার পরেও মুন্নি গর্ভবতী হয়ে পড়েন, যা নিয়ে সন্দেহ আরও বাড়ে। সন্তানের জন্মের পর থেকেই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়।

গত বুধবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে প্রশান্ত বালিশ চাপা দিয়ে শিশুটিকে খুন করে। স্ত্রী জেগে ওঠার পর দম্পতিরা মিলে শিশুর দেহটি পাশের ঝোপে ফেলে দেয়। পরদিন সকালেই শিশুর নিখোঁজ হওয়া নিয়ে মিথ্যে গল্প ছড়ায়।

তদন্তে নেমে পুলিশ দম্পতিকে জেরা করে। শেষমেশ প্রশান্ত ভেঙে পড়ে সব স্বীকার করে। তার দেখানো জায়গা থেকে একটি শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। তা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনিবার রাতে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande