বাঁকুড়া, ২৭ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা উপলক্ষে এক্তেশ্বর শিবমন্দিরে রবিবার দেড় হাজার মঙ্গল ঘটের শোভাযাত্রা ঘিরে বাঁকুড়া শহরে ব্যাপক উৎসাহ দেখা দেয়। এক্তেশ্বর শিবমন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় শহর পরিক্রমা করে মঙ্গল ঘট নিয়ে একত্রে পৌঁছান ভক্তরা।
শোভাযাত্রায় মহিলা কীর্তন দল, মহিলা ব্যান্ড পার্টি ও নামীদামী বাজনার দল অংশ নেয়, যা ছিল মূল আকর্ষণ। মন্দির কমিটির আধিকারিক সন্টু কুন্ডু জানান, শুশুনিয়া পাহাড় থেকে সংগৃহীত ঝর্নার জল নিয়ে দেড় হাজার মহিলার অংশগ্রহণে শোভাযাত্রা সম্পন্ন হয়। শিবের জন্মমাস শ্রাবণ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় শৃঙ্গার ও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার দুপুরে আন্নকূট প্রসাদেরও আয়োজন করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট