গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : অসমের শিক্ষাক্ষেত্রের ভবিষ্যত পরিকল্পনা তথা রোডম্যাপ জানাতে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।
আজ বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের বর্তমান উদ্যোগ, প্রকল্প, নীতি এবং ভবিষ্যত রোডম্যাপ সম্পর্কে অবহিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. পেগু। রাজ্যপালকে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর সঙ্গে সমস্ত বিশ্ববিদ্যালয়কে একীভূত করতে এখন পর্যন্ত গৃহীত যাবতীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন মন্ত্রী।
রাজ্যপলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গুণমান, অন্তর্ভুক্তি এবং বৈশ্বিক প্রতিযোগিতার মূলে বিদ্যমান অ্যাকাডেমিক রূপান্তরের একটি নতুন যুগের সূচনা করার লক্ষ্যে সরকারের মনোযোগী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে।
সব শুনে রাজ্যপাল আচার্য শিক্ষা বিভাগের চলমান প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, সঠিক উদ্যোগের মাধ্যমে অসম উচ্চ শিক্ষার একটি কেন্দ্রে পরিণত হতে পারে। তিনি রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে অ্যাকাডেমিক ইকোসিস্টেমকে শক্তিশালী করতে রাজ্য সরকারের প্রশংসা করেছেন।
বৈঠকে শিক্ষামন্ত্ৰী ডা. পেগু রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় শিক্ষা নীতি-২০২০-এ নির্ধারিত মানদণ্ডগুলি পূরণ করে তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান এবং মাল্টি-ডিসিপ্ল্যানারি শিক্ষার কাঠামো, অনুষদ উন্নয়ন এবং ডিজিটাল সক্ষমতার সাথে সংগতি রেখে পাঠ্যক্রম পুনর্গঠনের জন্য সরকারের বিশদ রোডম্যাপের প্রতি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় শিক্ষা নীতি-২০২০-এর দৃষ্টিভঙ্গি যাতে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে রাজভবনের অব্যাহত সমর্থন ব্যক্ত করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যে। একটি শক্তিশালী অ্যাকাডেমিক ইকোসিস্টেমের পুনর্ব্যক্ত করে রাজ্যপাল বলেন, শিক্ষার্থীরা যাতে ক্ষমতায়ন হয়, শিক্ষাবিদরা যাতে সঠিকভাবে কর্তব্য সম্পাদন করতে পারেন এবং অসমের জাতীয় ও বৈশ্বিক শিক্ষা মানচিত্রের অবস্থানকে উন্নীত করতে যাতে সহায়ক হয় সে ব্যাপারে সরকারকে এভাবেই যত্নশীল হতে হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস