কলকাতা, ৩ জুলাই (হি.স.): সাত দফা দাবিতে সরব দক্ষিণবঙ্গ মৎস্যজীবি ফোরাম। দাবি, তাদের জীবন জীবিকা নির্বাহ করতে সরকারের কাছে অনুরোধ জানানো সত্বেও মিটছে না তাদের সমস্যা। মূলতঃ এই সংগঠনের সদস্যরা সাগর এলাকায় খাঁড়িতে মাছ ধরে জীবন জীবিকা পালন করে থাকেন। সংগঠনের সাধারণ সম্পাদক মিলন দাস এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ক্ষুদ্র মৎস্যজীবীরা যে উপেক্ষিত তা বলার অবকাশ রাখে না। বিপন্ন ছোট মৎস্যজীবী ও এই ব্যবসার সঙ্গে যুক্ত'রা। ফোরামের প্রধান দাবি, রাজ্য সরকারের তরফেও ঘোষিত সরকারি সাহায্য প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ করা দরকার। শাসকদলের ঘনিষ্ঠরা ওই সুযোগ পেলেও প্রকৃত ছোট মৎস্যজীবীরা সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নব দত্ত। তিনি বলেন, তিন লক্ষ মানুষ এই পেশায় যুক্ত। ময়না মডেল এর নাম করে রাজ্য মৎস্য দফতর উৎপাদন বৃদ্ধির নামে আসলে মাছের গুণগত মান কমছে। এছাড়াও দেবাশিস শ্যামল, তাপসী দলুই, প্রদীপ চ্যাটার্জি প্রমুখ তাদের সমস্যার কথা তুলে ধরেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত