শ্রীভূমি (অসম), ৩ জুলাই (হি.স.) : শ্রীভূমি শহরে রাস্তার পাশে গড়ে তোলা অবৈধ বাজারগুলিকে উচ্ছেদ করতে শ্রীভূমির জেলাশাসক নির্দেশ জারি করেছেন।
গত ৩০ জুন শ্রীভূমির পুরপতির জারিকৃত এক পত্রের পরিপ্রেক্ষিতে শহরের লক্ষ্মীবাজার রোডে, পিডব্লউডি অফিস সংলগ্ন বাজার, গোপালজি মার্কেটের প্রাঙ্গণ থেকে বাজার কালীবাড়ি সংলগ্ন রাস্তার পাশে বাজার, স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট ও ঘাটলাইনের বাজারগুলিকে অবৈধ বলে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
সাধারণ জনগণ, স্কুলের ছাত্রছাত্রী ও যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে জেলাশাসক এই নির্দেশিকা জারি করেছেন। শহরের সংশ্লিষ্ট এলাকাগুলিতে অবৈধ বাজারগুলিকে উচ্ছেদ পরিচালনা করতে পাঁচজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দায়িত্ব প্রদান করেছেন জেলাশাসক।
সে অনুযায়ী আজ ৩ জুলাই সকালে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্বেষা খেরসার পরিচালনায় লক্ষ্মীবাজার রোডে পিডব্লউডি অফিসের পাশে বাজার উচ্ছেদ করা হয়েছে। ৫ জুলাই এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানসপ্রতিম বংজং গোপালজি মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ি পর্যন্ত উচ্ছেদ পরিচালনা করবেন। অনুরূপভাবে ৮ জুলাই এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট রংবামন তেরন স্টেশন রোডে, ১৪ জুলাই এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেট এবং ১৬ জুলাই এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগির লস্কর ঘাটলাইনের অবৈধ বাজারের উচ্ছেদ পরিচালনা করবেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস