বাইসনের আক্রমণে বনকর্মীর মৃত্যু
আলিপুরদুয়ার, ৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার দুপুরে বাইসনের আক্রমণে এক বনকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জলদাপাড়া পূর্ব রেঞ্জের মালাঙ্গি বিট এলাকায়। নিহত বনকর্মীর নাম দুলাল রাভা। তিনি চিলাপাতা এলাকার বাসিন্দা ছিলেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, দুল
বাইসনের আক্রমণে বনকর্মীর মৃত্যু


আলিপুরদুয়ার, ৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার দুপুরে বাইসনের আক্রমণে এক বনকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জলদাপাড়া পূর্ব রেঞ্জের মালাঙ্গি বিট এলাকায়। নিহত বনকর্মীর নাম দুলাল রাভা। তিনি চিলাপাতা এলাকার বাসিন্দা ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দুলাল বিকেলে বনের ভেতরে কাজ করছিলেন। তখন বাইসন তাকে আক্রমণ করে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। বন বিভাগের গাড়িতে করে তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরাও ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

এই বিষয়ে জলদাপাড়ার ডিএফও পারভিন পাসওয়ান জানিয়েছেন, বাইসনের আক্রমণে বনকর্মীর মৃত্যু হয়েছে। তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরি পাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande