সমুদ্র সাথী প্রকল্প ও মৎস্যজীবী নিবন্ধীকরণ সমস্যার প্রতিবাদে সোচ্চার মৎস্যজীবী সংগঠন
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : সমুদ্র সাথী প্রকল্প ও মৎস্যজীবী নিবন্ধীকরণ প্রকল্পে প্রকৃত মৎস্যজীবীরা নাম নথিভুক্ত করতে পারছে না। বৈধ আবেদনপত্রে সমুদ্র ক্ষেত্র উল্লেখ করতে হবে। অথচ এই কথা উল্লেখ করার সংস্থান রাখা হয় নি। এর ফলে, ওই সরকারি সুযোগ থেকে অধিকা
দক্ষিণবঙ্গ মৎস্যজীবি ফোরামের সাংবাদিক সম্মেলন


কলকাতা, ৩ জুলাই (হি.স.) : সমুদ্র সাথী প্রকল্প ও মৎস্যজীবী নিবন্ধীকরণ প্রকল্পে প্রকৃত মৎস্যজীবীরা নাম নথিভুক্ত করতে পারছে না। বৈধ আবেদনপত্রে সমুদ্র ক্ষেত্র উল্লেখ করতে হবে। অথচ এই কথা উল্লেখ করার সংস্থান রাখা হয় নি। এর ফলে, ওই সরকারি সুযোগ থেকে অধিকাংশই বঞ্চিত। এর ফলে, প্রতিনিয়ত মৎস্যজীবীদের নিদারুণ বঞ্চনার মধ্যেই দিন কাটছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে

দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এর অভিযোগ - শাসকদলের লোকজন ওই সুযোগ পেয়েছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত এর প্রধানদের স্বাক্ষরিত আয়ের শংসাপত্র বিডিও অফিসে জমা দিয়ে সরকারের সুবিধা দিব্যি ভোগ করছে। বিরোধীরা ওই আর্থিক সাহায্যের বাইরে। এর সুবিচার চাই। এ নিয়ে দুর্নীতির প্রতিবাদে সভা করতে আগ্রহী সংগঠন। সাধারণ সম্পাদক মিলন দাস এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর সঙ্গে দেখা করে এই নিয়ে হস্তক্ষেপ চেয়েছেন তিনি । এ পর্যন্ত জট খোলে নি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande