মির্জাপুর, ৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার দুপুরে চিল থানা এলাকার চিল গ্রামের গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গায় ডুবে গেল ১৪ বছর বয়সী এক ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সাহায্যে ছেলেটির খোঁজ শুরু হয়েছে। কিন্তু খবর লেখা পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি।
লালগঞ্জ থানা এলাকার লাহাংপুর কালওয়ারি গ্রামের বাসিন্দা স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মাদ্রাসার শিক্ষক হারুন রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার দুই ছাত্র - ১০ বছর বয়সী সাহেব এবং ১১ বছর বয়সী হাসনাইন স্কুল থেকে না জানিয়ে চলে যায়। ইমরানকে তাদের দুজনের খোঁজে পাঠানো হয়। মাদ্রাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চিল ঘাটে গঙ্গায় স্নান করতে শুরু করে তিনজনই। স্নান করার সময় ইমরান গভীর জলে নেমে ডুবে যায়। ছাত্রের খোঁজে ডুবুরি নামানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া