উদয়পুর (ত্রিপুরা), ৩ জুলাই (হি.স.) : ৯ জুলাই ১৭ দফা দাবিতে ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার গোমতী জেলার উদয়পুর শহরে বামপন্থী দলের আহ্বানে অনুষ্ঠিত হয় মিছিল। মিছিলটি জামতলা সিপিআইএম কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দীঘির পাড় হয়ে নিউ টাউন রোড ও থানা কর্নার হয়ে জামতলাতে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত বলেন, ১৭ দফা দাবির সমর্থনে আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বামপন্থী দল। দাবিগুলির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, চারটি শ্রম কোড ও সংহিতা অবিলম্বে বাতিল করা, পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা, এনপিএস ও ইউপিএস বাতিল করা, সংগঠিত-অসংগঠিত ও কৃষি শ্রমিকসহ সকল শ্রেণির শ্রমিকদের জন্য নয় হাজার টাকা সর্বনিম্ন পেনশন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়। তাছাড়া বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করা সহ অন্যান্য দাবিগুলিও ব্যাখ্যা করা হয়।
দিলীপ দত্ত বলেন, মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও রুটি রুজির গ্যারান্টির দাবিতে এই ধর্মঘট। আগামী ৯ জুলাই ধর্মঘটকে সফল করে তোলার জন্য সব অংশের মানুষের সমর্থন চাইলেন বাম নেতৃত্বরা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das