বৃহস্পতিবার কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩১ জুলাই (হি.স.): চলতি বছর সেপ্টেম্বরে শারদোৎসব। ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ। শারদোৎসবের প্রস্তুতিতে রাজ্য সরকারও। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। তাই জুলাই মাসের শেষ
Mamata Banerjee


কলকাতা, ৩১ জুলাই (হি.স.): চলতি বছর সেপ্টেম্বরে শারদোৎসব। ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ। শারদোৎসবের প্রস্তুতিতে রাজ্য সরকারও।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। তাই জুলাই মাসের শেষ দিনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সকল পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসবেন। এদিন বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ওই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পুজো উদ্যোক্তাদের পাশাপাশি এদিনের আলোচনায় অংশ নেওয়ার কথা পুলিশ, পুরসভা, দমকল, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকদেরও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande