কলকাতা, ৩১জুলাই (হি. স.): যে রাঁধে সে চুলও বাঁধে- এই প্রবাদ সত্যি। স্বেচ্ছা এক রক্তদান শিবিরে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক সাড়া মিলেছে। পুষ্পেন্দু সেন স্মারক ৩০ তম স্বেচ্ছা রক্তদান শিবির এদিন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজক - আয়কর কর্মচারী ফেডারেশন, বাংলা চক্রের উদ্যোগ। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় আয়কর ভবনে ওই শিবিরে ৪৫৬ জন স্বেচ্ছা রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন, যা নিঃসন্দেহে এক বড় সাফল্যের নজির। যদিও শিবির শুরুর আগেই কলকাতার অন্যান্য শিবিরগুলিতে ২৮৪ জন স্বেচ্ছা রক্তদাতা মুমুর্ষুকে বাঁচাতে রক্তদান করেছেন। ৪৫০ - এর গণ্ডি ছাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, মহিলা রক্তদাতাদের অংশগ্রহণ বেশি ছিল। সমাজ সচেতনতার ইতিবাচক দিক তুলে ধরেছে। এ কথা অস্বীকার করা যাবে না এবং নিঃসন্দেহে তা বেশ তাৎপর্যপূর্ণ বটে।
এই অনুষ্ঠানে আয়কর দফতরের বিশিষ্ট আধিকারিকরা, নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় সহযোগিতায় ও আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি সফল। শুধু কলকাতা নয়, সারা বাংলার বিভিন্ন মফঃস্বল অফিসেও এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির প্রতিবছর আয়োজন করে থাকে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠন বরাবর এই ধরনের মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বর্তমান সময়ে, যখন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক ও হাসপাতালগুলিতে রক্তের অভাব প্রকট আকার ধারণ করছে, তখন এই ধরনের স্বেচ্ছামূলক রক্তদান শিবির সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান আয়কর দফতরের পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান কমিশনার সুরভি বর্মা গর্গ। এছাড়াও কমিশনার (প্রশাসন ) এ কে সিং উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত