নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): স্বাধীনতা সংগ্রামী তথা ত্রিবর্ণরঞ্জিত ভারতের জাতীয় পতাকার জনক পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। এই উপলক্ষে এই মহান জাতীয় সেবককে স্মরণ করে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পিঙ্গালি ভেঙ্কাইয়াকে স্মরণ করে গডকরি সামাজিক মাধ্যম এক্স -এ পোস্টে বলেন, ভারতের অখণ্ডতা এবং আত্মসম্মানের প্রতীক জাতীয় পতাকা ত্রিবর্ণরঞ্জিত পতাকার জনক পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন। মৃত্যুবার্ষিকীতে এমন একজন মহান স্বাধীনতা সংগ্রামীকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, মহান স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবা করেছেন। একজন শিক্ষাবিদ এবং ভাষাবিদ হিসেবে তিনি ভারতীয় সমাজকে শিক্ষিত এবং সচেতন করার ক্ষেত্রে অবদান রেখেছিলেন। তাঁর নকশা দেশের জাতীয় পতাকা আজ সমগ্র দেশের ঐক্য, অখণ্ডতা এবং গর্বের প্রতীক।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া