ডুরান্ড কাপ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ডুরান্ড কাপ প্রতিযোগিতা ২০২৫-এর ট্রফি উন্মোচন করেছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র ত
ডুরান্ড কাপ প্রতিযোগিতার ট্রফি উন্মোচন রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ডুরান্ড কাপ প্রতিযোগিতা ২০২৫-এর ট্রফি উন্মোচন করেছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, খেলাধুলা শৃঙ্খলা, দৃঢ়তা এবং দলগত মনোভাবকে উৎসাহিত করে। খেলাধুলার মধ্যে জনগণ, অঞ্চল এবং দেশগুলিকে যুক্ত করার অনন্য শক্তি রয়েছে। ভারতে জাতীয় সংহতির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে খেলাধুলা। অলিম্পিক বা যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যখন ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা ওড়ে তখন দেশের সকল নাগরিক রোমাঞ্চিত হন।

তিনি আরও বলেন, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ফুটবল এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটি কেবল মাত্র একটি খেলা নয়, এটি একটি আবেগ। ফুটবল খেলা কৌশল, ধৈর্য এবং একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য এক সঙ্গে কাজ করার উপর নির্ভর করে। ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতা কেবল খেলার চেতনাকে উৎসাহিত করে না, বরং পরবর্তী প্রজন্মের ফুটবল খেলোয়োড়দের বিকাশে সাহায্য করে, তাদের বেড়ে ওঠার জন্য একটি মঞ্চ প্রদান করে। ডুরান্ড কাপের উৎসাহ উদ্দীপনাকে ধরে রাখা এবং প্রচারের জন্য সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande