উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে চারধাম যাত্রা ব্যাহত, একাধিক রাস্তায় ধস
দেহরাদূন, ৪ জুলাই(হি.স.): উত্তরাখণ্ডে টানা বর্ষণে চারধাম যাত্রার প্রধান রাস্তাগুলিতে ধসের কারণে যাত্রা ব্যাহত হচ্ছে। পাহাড়ি ও সমতল অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। কেদারনাথ যাত্রাপথে গৌরিকুণ্ডের এক কিমি সামনে ''ছোড়ি গধেরা'' এ
উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে চারধাম যাত্রা ব্যাহত, একাধিক রাস্তায় ধস


দেহরাদূন, ৪ জুলাই(হি.স.): উত্তরাখণ্ডে টানা বর্ষণে চারধাম যাত্রার প্রধান রাস্তাগুলিতে ধসের কারণে যাত্রা ব্যাহত হচ্ছে। পাহাড়ি ও সমতল অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। কেদারনাথ যাত্রাপথে গৌরিকুণ্ডের এক কিমি সামনে 'ছোড়ি গধেরা' এলাকায় ধস নামায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও পুরসভার কর্মীরা ধস পরিষ্কারে কাজ করছে। আপাতত সোনপ্রয়াগ থেকেই যাত্রাপথ বন্ধ রাখা হয়েছে। যমুনোত্রীর জাতীয় সড়কের বানাস অঞ্চলে ধস নামায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যান চলাচল পুরোপুরি বন্ধ।

এদিকে, গঙ্গা, যমুনা, সরযু ও গোমতী নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। হরিদ্বার ও ঋষিকেশে জলমগ্নতার সম্ভাবনা তৈরি হয়েছে। বাগেশ্বর জেলায় ১৪টি অভ্যন্তরীণ পথ ধসের কারণে বন্ধ রয়েছে। গোমতী নদীর জলস্তর দ্রুত বাড়ছে। শুক্রবার রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দফতর সমস্ত জেলাকে সতর্ক থাকতে বলেছে। দেহরাদূন, আলমোড়া, বাগেশ্বর-সহ একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত। এদিন রাজ্য দুর্যোগ নিয়ন্ত্রণ আধিকারিক বিনোদ সুমন জানিয়েছেন, সব জেলা সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের ও তীর্থযাত্রীদের আবহাওয়া দেখে যাত্রা শুরু করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande