পোর্ট অফ স্পেনে ভোজপুরি চৌতাল পরিবেশনার প্রশংসা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি ও পোর্ট অফ স্পেন, ৪ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোর্ট অফ স্পেনে ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে স্থায়ী সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রাণবন্ত ভোজপুরি চৌতাল পরিবেশনার প্রশংসা করেছেন। এই পরিবেশন দুই দেশের মধ্যে বিশেষ করে
পোর্ট অফ স্পেনে ভোজপুরি চৌতাল পরিবেশনার প্রশংসা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি ও পোর্ট অফ স্পেন, ৪ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোর্ট অফ স্পেনে ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে স্থায়ী সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রাণবন্ত ভোজপুরি চৌতাল পরিবেশনার প্রশংসা করেছেন। এই পরিবেশন দুই দেশের মধ্যে বিশেষ করে পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারের সঙ্গে, যেখানে ভোজপুরি ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে সমৃদ্ধ হয়ে আসছে, সেই গভীর সম্পর্ক প্রতিফলিত হয়।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, এ এক অতুলনীয় সাংস্কৃতিক সংযোগ! পোর্ট অফ স্পেনে ভোজপুরি চৌতালের পরিবেশনা দেখে মুগ্ধ হলাম। ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ভারতের বিশেষ করে পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ এবং বিহারের যোগসূত্র উল্লেখযোগ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande