নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। ২১ জুলাই থেকে রাজ্যসভার ২৬৮তম অধিবেশন শুরু হবে। শুক্রবার প্রকাশিত সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, রাজ্যসভার অধিবেশন ২১ আগস্ট পর্যন্ত চলবে।
সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ২১ জুলাই দিল্লিতে রাজ্যসভার অধিবেশন আহ্বান করেছেন। এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম সংসদের অধিবেশন। আগে ১২ অগস্টের মধ্যেই বাদল অধিবেশন শেষ হয়ে যেত। তবে এবার অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। অধিবেশনটি চলবে ২১ অগস্ট পর্যন্ত। তবে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ১৩ ও ১৪ অগস্ট কোনও অধিবেশন হবে না। উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ