সম্ভল ও নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের সম্ভল জেলায় বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বর এবং বরযাত্রীদের সাত জনের। মৃতেরা সকলেই একই পরিবারের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সম্ভলে, মেরঠ-বদায়ু সড়কে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্ভলের হরগোবিন্দপুর গ্রাম থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বিয়ে করতে যাচ্ছিলেন সুরজ। একটি এসইউভিতে সুরজ-সহ তাঁর পরিবারেরই ১০ জন সিরতৌলের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু বিয়ের আসরে পৌঁছোনোর আগেই দুর্ঘটনায় মৃত্যু হল বর এবং তাঁর পরিবারের ৭ জনের। দু’জনের অবস্থা সঙ্কটজনক। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। সম্ভলেরই জেওয়ানাই গ্রামের কাছে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশেই রয়েছে একটি কলেজ। সেই কলেজের দেওয়ালে সজোরে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় পাত্র সুরজ-সহ তাঁর পরিবারের পাঁচ জনের। বাকি পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিন জনের মৃত্যু হয়। দু’জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় আলিগড়ের মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, সুরজ (২৪), তাঁর বৌদি আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্য (২), সুরজের তুতো ভাই মনোজের পুত্র বিষ্ণু (৬), সুরজের কাকিমা, সুরজের দুই ভাই-বোন এবং এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, এসইউভিতে যা যাত্রীধারণের ক্ষমতা, তার তুলনায় বেশি ছিল।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
উত্তরপ্রদেশের সম্ভলে গাড়ি দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করেছেন, প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ