পাথারকান্দি (অসম), ৫ জুলাই (হি.স.) : খালোপাড়ের কাঙ আমার খালোপারের কাঙ - ‘নমো নমো নমো হরি দশ অবতার, একো নিরঞ্জন হরি অনেক আকার, প্রভু জগন্নাথ লাল কর মরে ভবসাগর’-এর আকুতি জানিয়ে প্রতিবছরের মতো এ বছরও সাতটি রথের সমাবেশে পাথারকান্দি মন্ত্রীগ্রাম সপ্তরথ মিলনকেন্দ্র আজ তীর্থধামে পরিণত হয়েছে। ঐতিহাসিক ১৯৫-তম খালোপাড় সপ্তরথরথ যাত্রা মহোৎসবে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব-এর শ্রীবিগ্রহের সামনে এই অভিব্যক্তি প্রকাশ করে প্রণতি নিবেদন করেছে অসংখ্য ধর্মপ্রাণ জনগণ।
আষাঢ়ের পড়ন্ত বেলার কাঠফাঁটা রোদ উপেক্ষা করে হাজারো আবাল-বৃদ্ধ-বনিতা ঐতিহাসিক সপ্তরথ মিলনস্থলে সম্মিলিত হতে থাকেন। চিরাচরিত বিভিন্ন রঙের আঙালুরি, ইনাফি, ধুতি, গেঞ্জি পরিহিত যুবক-যুবতী অনির্বচনীয় আনন্দে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, নয়াডহর, ছাত্রাগ্রাম ও মন্ত্রীগ্রাম, এই সাতটি গ্রাম থেকে হাতি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ প্রভুর রথ টেনে গন্তব্য স্হলে নিয়ে আসেন।
সাতটি গ্রামের সুসজ্জিত রথ একত্রিত হওয়ার পর প্রতিটি গ্রাম থেকে ৫০ জন যুবক-যুবতীকে নিয়ে শুরু হয় ‘কেশব ধৃত, মিনস রূপ জয়জগদীশ হরে’ জয়দেব অনুষ্ঠান। এতে তাল মেলান ভক্তপ্রাণ জনসাধারণ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস