এম্বুলেন্সের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত তিন রাজমিস্ত্রী
উদয়পুর (ত্রিপুরা), ৩০ জুলাই (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের গর্জি এলাকায় এম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গিয়েছে, গর্জি বাজার থেকে একই বাইকে করে তিনজন শুকনাছড়ি এলাকায় যাওয়ার পথে মুখোমুখি সংঘর
আহত রাজমিস্ত্রী


উদয়পুর (ত্রিপুরা), ৩০ জুলাই (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের গর্জি এলাকায় এম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার।

জানা গিয়েছে, গর্জি বাজার থেকে একই বাইকে করে তিনজন শুকনাছড়ি এলাকায় যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয় এম্বুলেন্সের সাথে। সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে দুইজনকে দমকল কর্মীরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান।

আহত তিনজন হলেন জিতেন চৌধুরী (২৭), টুটন দাস (৩৫) এবং কল্যাণ মারাক (২৬)। তাঁদের বাড়ি গর্জির শুকনাছড়ি, নাতিনটিলা এবং পেরাতিয়া এলাকায়। রাজমিস্ত্রীর কাজ সেরে বাড়ি যাওয়ার পথেই এই দুর্ঘটনা। এদিকে হাসপাতালের চিকিৎসক জানান টুটন দাস এবং কল্যাণ মারাকের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande