বোকারো, ৩০ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অস্ত্রসহ হামলা করতে আসা তিনজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে মনু রায় ওরফে মনু ভূমিহার, হর্ষিত কুমার এবং মুকুল ঠাকুর। বুধবার পুলিশ সুপার (এসপি) হরবিন্দর সিং এক সাংবাদিক বৈঠকে জানান, সিটি থানার সেক্টর–৩সি অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট এবং উত্তেজনার খবর পেয়ে তৎপর হয় পুলিশ।
এসপি-র নির্দেশে ডিএসপি-র নেতৃত্বে একটি পুলিশি দল ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্তরা পালাতে শুরু করে। ওই সময় মনু ভূমিহার ও হর্ষিত কুমারকে গ্রেফতার করা হয়। এরপর থানায় আনার সময় বেশ কয়েকটি বাইকে করে ৮–১০ জন সন্দেহভাজন ব্যক্তি থানার গেট পর্যন্ত পৌঁছয়। পুলিশ তাদের থামাতে গেলে তারা পালাতে শুরু করে। এই সময় বাইকে থাকা মুকুল ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি কার্তুজ এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশি জেরায় জানা গেছে, সেক্টর–৩–এর গোষ্ঠীদ্বন্দ্বে মনু ভূমিহার ও আমন যাদবের নির্দেশেই অস্ত্র নিয়ে এসেছিল। পুলিশ সুপার জানান, মনু রায় ওরফে মনু ভূমিহারের বিরুদ্ধে থানায় আগেও মামলা দায়ের হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য