নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): নতুন দিল্লিতে শনিবার ইনোভেটিভ ফিজিশিয়ান ফোরামের সপ্তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনের উদ্বোধন করেন। তিনি নিজের ভাষণে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিশ্বব্যাপী সহযোগিতার ওপর আলোকপাত করেন। তিনি ভারতের উদীয়মান স্বাস্থ্য নীতি এবং চিকিৎসার দৃশ্যপটও তুলে ধরেন।
ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং ব্রিটেনের চিকিৎসক এবং গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। এই সম্মেলনের লক্ষ্য অভ্যন্তরীণ চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। এটি চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্বকে একটি নতুন মাত্রা দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ