হরিদ্বার, ৬ জুলাই (হি.স.): কানওয়ার মেলার প্রস্তুতির মধ্যে নিবিড় তল্লাশি অভিযান চালিয়ে বহাদরাবাদ পুলিশ বড় সাফল্য পেল। ক্যানাল ট্র্যাক পাথ্রি পাওয়ার হাউসের কাছে থেকে পুলিশ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় ১.৫ কেজি স্ম্যাক উদ্ধার করে, যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ৪২ গ্রাম লাল স্ম্যাক, ৪৫৭ গ্রাম ভেজাল স্ম্যাক, ডিজিটাল স্কেল, লাল রঙের পাউডার এবং বাইক উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অতীতে হরিয়ানা, সোনিপথ, সাহারানপুর এবং অন্যান্য স্থানে স্ম্যাক পাচার করত। পুলিশের হাত থেকে বাঁচতে অভিযুক্ত স্ম্যাকের মধ্যে লাল রঙ মিশিয়েছিল, যাতে তাকে শনাক্ত করা না যায়। কিন্তু পুলিশ তার পরিকল্পনা ব্যর্থ করে গ্রেফতার করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া