ভাগলপুর, ৬ জুলাই (হি.স.): নাথনগর থানা এলাকার নদীর তীরে মখদুম শাহ ঘাটে রবিবার একটি দেহ উদ্ধার করা হয়েছে। ঘাটে প্রাতঃক্রিয়া করতে যাওয়া স্থানীয় লোকজন প্রথমে এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নাথনগরের পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দেহ জল থেকে তুলে আনেন। কিছুক্ষণ পর ফরেনসিক দলকে আনা হয়।
মৃতদেহটি পাওয়া যাওয়ার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের গ্রামের মানুষ মৃতদেহটি দেখতে প্রচুর সংখ্যক লোক উপস্থিত হন। কিন্তু কেউই মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। যুবকের দেহ সম্পূর্ণ পচে গেছে। মৃতদেহের হাতে একটি ট্যাটু রয়েছে, যাতে লেখা আছে মা এবং বাবা। যুবকটির পরনে ছিল জিন্সের হাফ প্যান্ট।
পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এফএসএল টিম কিছু প্রমাণও সংগ্রহ করেছে। পুলিশ সন্দেহ করছে, জলের স্রোতে কোথাও থেকে মৃতদেহটি ভেসে গেছে। বর্তমানে পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য আশেপাশের থানাগুলোতে যোগাযোগ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া