পশ্চিম সিংভূম, ৬ জুলাই (হি.স.): শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি গাড়ি উল্টে কমপক্ষে ২০ জন যাত্রী জখম হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে জামশেদপুরে স্থানান্তর করা হয়েছে। রবিবার পশ্চিম সিংভূম জেলার বড়া থোলকোর কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকেল ৩টা নাগাদ শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি ছোট হাতি (টাটা ম্যাজিক) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে মোট যাত্রী ২৮ জন ছিলেন। দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর, আহতদের সকলকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সরাইকেলা সদর হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ১১ জনকে জামশেদপুরের এমজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের সরাইকেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত যাত্রী থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া