কলকাতা, ৬ জুলাই (হি.স.) : এবারের ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা হবে, সেই সঙ্গে এবারের আসরের সেরা গোল স্কোরার কে হবে তা সবই জানা যাবে সপ্তাহ খানেক পরে।
গ্রুপ পর্বের তিন আর রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল শেষে যৌথভাবে সেরা গোল স্কোরারের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো ও বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি। ৪ জনই সমান ৪টি করে গোল করেছেন। এছাড়া ৩টি করে গোল করেছেন ৯ ফুটবলার। ২টি করে গোল আছে ১৪ এর বেশি ফুটবলার।
তবে এত গোলস্কোরারের ভিড়ে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রিয়ালের ফরোয়ার্ড গার্সিয়া। কারণ তাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকা কেউই টুর্নামেন্টে টিকে নেই। সুতরাং পরবর্তী ম্যাচে ১টি গোল করলে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।
এদিকে সুযোগ রয়েছে চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতোরও। এখন পর্যন্ত আসরে ৩ গোল করেছেন তিনি। সেমিফাইনালে মঙ্গলবার,৮ জুলাই ফ্লুমিনেনসের বিপক্ষে খেলবে তার দল। আর ফাইনালে উঠলে আরও একটি সুযোগ পাবেন তিনি।
এছাড়া ২ গোল করা পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমিও আশা রাখতে পারেন। সেমিফাইনালে তার দল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ৯ জুলাই,বুধবার তার দল জিতলে ফাইনালেও গোল করার সুযোগ পাবেন তিনি।
ফলে গোল্ডেন বুটের দৌড়ে আপাতত গার্সিয়ার লড়াইটা নেতো ও হাকিমির বিরুদ্ধে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি