কলকাতা, ৬ জুলাই (হি.স.) : কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী শিবির। রবিবার ৯ নম্বর বাগমারি রোডে ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে খেতাব জয়ের সুবাদে সমস্ত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুটবল কোচ অজয় দোলুই, গোলকিপার কোচ রানা রায়, ক্লাবের সম্পাদক দেবব্রত বসাক সম্পাদক ফণীন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গৌতম তালুকদার। এদিনের অনুষ্ঠানে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । ফুটবল সেক্রেটারি চন্দন দাস জানান, রাউন্ড রবীন লিগের ১৬টি খেলায় ১১টি'তে জয়। ২ খেলা ড্র ও তিনটিতে হার। এই পর্বে শ্যামবাজার ইউনাইটেড, টাউন ক্লাব ও গরলগাছাকে হারিয়েছে। যদিও আলিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে, চলতি বছরের প্রথম খেলা আগামী বৃহস্পতিবার সোনারপুরে। এদিন নতুন জার্সি উদ্বোধন করা হয়। ইউনাইটেড স্টুডেন্ট - এর মুখোমুখি হবে সোনালী শিবির। উল্লেখ্য, সোনালী শিবির ২০০৭ প্রথম ডিভিশনে ফুটবল খেলা উপহার দেয়। সন্দীপ নন্দী এই দলের খেলোয়াড়। পরবর্তী সময়ে সে চলে যায় মোহনবাগান দলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত