দ্বিতীয় ভারতীয় হিসেবে শুভমান গিলের একই টেস্ট ম্যাচে শতরান ও দ্বিশতরান
কলকাতা, ৬ জুলাই (হি.স.): শনিবার সুনীল গাভাস্কারের পর শুভমান গিল দ্বিতীয় ভারতীয় এবং সমস্ত দলের মধ্যে নবম, যিনি এক টেস্ট ম্যাচে এক শতরান এবং দ্বিশতরান হাঁকিয়েছেন। বার্মিংহামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে গিল ২৬৯ রান করেছিলেন এব
শুভমান গিল দ্বিতীয় ভারতীয় হিসেবে একই টেস্ট ম্যাচে দ্বিশতরান ও শতরান করলেন


কলকাতা, ৬ জুলাই (হি.স.): শনিবার সুনীল গাভাস্কারের পর শুভমান গিল দ্বিতীয় ভারতীয় এবং সমস্ত দলের মধ্যে নবম, যিনি এক টেস্ট ম্যাচে এক শতরান এবং দ্বিশতরান হাঁকিয়েছেন।

বার্মিংহামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে গিল ২৬৯ রান করেছিলেন এবং চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন।

গাভাস্কার ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১২৪ এবং ২২০ রান করে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র নয়জন ব্যাটসম্যান এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন: গিল, গাভাস্কার, ডগ ওয়াল্টার্স, লরেন্স রো, গ্রেগ চ্যাপেল, গ্রাহাম গুচ, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা এবং মার্নাস লাবুশেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande