কাঁথি, ৬ জুলাই (হি.স.): রবিবার পবিত্র ১০ ই মহরম শহীদ-এ-কারবালা দিবস উপলক্ষে কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের ফল এবং জল বিতরণ করা হয়। ফের মানবিক কাউন্সিলর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার কাউন্সিলর আলেম আলি খান কাঁথির এ.পি.এস.সি ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোগে হাসপাতালের প্রায় পাঁচশো রোগী-সহ পরিজনদের হাতে ফল ও জল তুলে দেওয়া হয়েছে। তবে কাউন্সিলরের এই মানবিক উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা, বিশিষ্ট সমাজসেবী তথা মিনমিত্র শেখ মমরেজ আলি, উদ্যোক্তা তথা কাঁথির কাউন্সিলর আলেম আলি খান, বিশিষ্ট সমাজকর্মী ইসলাম আলি খান ও রাজ মহম্মদ খান প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি