কলকাতা, ৬ জুলাই (হি.স.): শনিবার বার্মিংহামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে শুভমান গিল ১৬১ রান করেছেন।
প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান করেছিলেন, যার ফলে তাঁর ম্যাচের মোট রানের সংখ্যা ৪৩০ রানে পৌঁছেছে, যা তাঁকে এক টেস্টে ৪০০ রানের মাইলফলক অতিক্রমকারী পঞ্চম ব্যাটসম্যান করে তুলেছে।
গ্রাহাম গুচ, মার্ক টেলর, ব্রায়ান লারা এবং কুমার সাঙ্গাকারা হলেন একমাত্র ব্যাটসম্যান যারা এক ম্যাচের দুই ইনিংসে ৪০০ বা তাঁর বেশি রান করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি