দুর্গাপুর, ৬ জুলাই (হি.স.): নতুন কায়দায় গাঁজা পাচার। সন্দেহ ঘোরাতে বৃদ্ধা মহিলাদের হাতে স্কুলব্যাগে গাঁজা পাচার। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ল ৪ মহিলা সহ পাচার চক্রের পান্ডা। উদ্ধার হয়েছে প্রায় ৪০ কেজি গাঁজা। শনিবার রাতে দুর্গাপুর বাসস্ট্যান্ডে কোকওভেন থানার পুলিশের জালে ধরা পড়ল ওই পাচারচক্র।
পুলিশ সুত্র জানা গেছে, ধৃতদের নাম আনন্দ চট্টোপাধ্যায় (৩৪), দেবী দাস (৪০), সনকা দাস (৫০), উষা মন্ডল (৬০) ও মিনতি ঘোষ (৬৫)। এরা প্রত্যেকের নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা ও বার্ণপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে প্রায় ৪০ কেজি গাঁজা মিলেছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন।
ঘটনায় জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যেবেলা দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশ। ওইসময় দুর্গাপুর স্টেশন থেকে চার মহিলাসহ এক যুবক বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে। তাদের হাতে স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশ। তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিশ তল্লাশি শুরু করে। তখনই স্কুলব্যাগ থেকে গাঁজা বেরিয়ে আসে। তারপরই পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের চোখকে ধুলো দিতে বৃদ্ধা মহিলাদের ও স্কুল ব্যাগের ব্যবহার করা হয়েছে পাচারে। যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, ওই চক্রটি উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে প্রথমে ধানবাদে যায়। সেখান থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে। স্টেশন থেকে তাঁরা বর্ধমান যাওয়ার জন্য দুর্গাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বাস ধরার অপেক্ষায়।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা