মনোজিত মডেল , ৫০ জনের তালিকা প্রকাশ শীঘ্রই শুভেন্দু অধিকারী
কলকাতা, ৬ জুলাই (হি.স.) : এবার নতুন করে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিধানসভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে মাল্যদান করতে আসেন তিনি। সেখানে তিনি বলেন, রাজ্যের প্রতিটি কলেজে মনোজিত মড
বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর


কলকাতা, ৬ জুলাই (হি.স.) : এবার নতুন করে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিধানসভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে মাল্যদান করতে আসেন তিনি। সেখানে তিনি বলেন, রাজ্যের প্রতিটি কলেজে মনোজিত মডেল রয়েছে এবং এরা সবাই ভাইপো গ্যাং ে। তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার এই ভাইপো -গ্যাং এর ৫০ জনের একটি তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য সহ প্রথম পর্যায়ে পঞ্চাশজনের ওই তালিকা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে যারা রাজ্য জুড়েই শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভাইপো - এর জন্য টাকা আদায়ের কাজ করে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে উক্ত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত ভাইপো - গ্যাং এর অন্যান্যদের ও বিখ্যাত করতে চাইছি না। আপাতত ৫০ জনের তালিকাই যথেষ্ঠ। এই মুহূর্তে আনা হচ্ছে। তবে, এখুনি নয়, ১০০০ জনের নামের তালিকা চাইলে বের করা যেতেই পারে। সে সবপ্রস্তুত করা হচ্ছে। এবার সাধারণ মানুষ এর বিচার করবেন। ওই তথ্য প্রকাশের কথা ঘোষণার পাশাপাশি তিনি আরও জানান - মনোজিতের মতো দুষ্কৃতীদের শাস্তি হোক।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande