বাড়ি খালির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা চুরি
শিলিগুড়ি, ৬ জুলাই (হি.স.): একটি খালি বাড়ির সুযোগ নিয়ে চোরেরা লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা চুরি করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ফুলবাড়ির পূর্বে ধনতলায়। বাড়ি খালির সুযোগ নিয়ে জানালা কেটে চুরির ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক মোমিন
বাড়ি খালির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকা চুরি


শিলিগুড়ি, ৬ জুলাই (হি.স.): একটি খালি বাড়ির সুযোগ নিয়ে চোরেরা লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা চুরি করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ফুলবাড়ির পূর্বে ধনতলায়। বাড়ি খালির সুযোগ নিয়ে জানালা কেটে চুরির ঘটনাটি ঘটেছে ।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক মোমিনুল হক পেশায় একজন ব্যবসায়ী। তিনি মেলায় অস্থায়ী দোকান দেন। শনিবার তিনি তার পরিবারের সঙ্গে অম্বিকানগরের রথের মেলায় দেওয়া দোকানে ছিলেন। রাত দেড়টার দিকে ফিরে এসে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানালার লোহার গ্রিল ভাঙা। তখন তিনি বুঝতে পারেন যে ঘরে চুরি হয়েছে।

মমিনুল হক জানান, চোরেরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরি করে। ঘরে রাখা প্রায় ৭০ হাজার টাকা নগদ, গয়না এবং মোবাইল ফোন চুরি করে। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande