তিরুঅনন্তপুরম, ৬ জুলাই (হি.স.): কেরলে আটকে থাকা ব্রিটেনের 'এফ-৩৫বি' যুদ্ধবিমানকে পরীক্ষা করার জন্য রবিবার ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের 'এ৪০০এম' এয়ারবাসে ২৪ সদস্যের একটি দল তিরুঅনন্তপুরমে পৌঁছেছে। এই দলে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের কারিগরি বিশেষজ্ঞরা রয়েছেন। ব্রিটিশ দলটি আটকে পড়া যুদ্ধবিমানকে পরীক্ষা-নিরীক্ষা করবে এবং সেটি ভারতেই মেরামত করা হবে নাকি ব্রিটেনে ফেরত পাঠাতে হবে, তা খতিয়ে দেখবে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ