মিলান, ৮ জুলাই (হি.স.) : এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি সোমবার জানিয়েছেন যে ক্লাব বিশ্বকাপের পর ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মড্রিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালীয় ক্লাবে যোগ দেবেন। মড্রিচ ২০১২ সালে টটেনহ্যাম থেকে মাদ্রিদে যোগ দেন এবং জুনের শুরু থেকেই ইতালিতে যাওয়ার কথা ভাবছেন। বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট-জার্মেই। ফাইনাল হবে ১৩ জুলাই। সে আগস্টে আসবে, মিলানের কোচ হিসেবে ফিরে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে অ্যালেগ্রি বলেছেন। সে একজন অসাধারণ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাঁর সম্পর্কে আর বেশি কথা বলা অর্থহীন হবে।
২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে প্রথমবারের মতো দায়িত্ব পালনকালে ২০১১ সালে মিলানকে সিরি আ শিরোপা জেতানোর পর আবারও মিলানের নেতৃত্ব দেবেন অ্যালেগ্রি। নতুন মরসুমে তাঁদের প্রথম খেলা ১৭ আগস্ট ইতালিয়ান কাপে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি