ডাবলিন, ৯ জুলাই (হি.স.) : নেদারল্যান্ডসের আইন্ডহোভেনের হকি ক্লাব ওরাঞ্জে-রুডে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলে জয়ের মাধ্যমে ভারত এ পুরুষ হকি দল তাদের ইউরোপ সফর শুরু করেছে।
চার কোয়ার্টার জুড়ে ভারত অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছে। উত্তম সিং ভারতের হয়ে গোলের সূচনা করলেও, অমনদীপ লাকরা লিড আরও বাড়িয়ে দেন।
এরপর আদিত্য লালগে জোড়া গোল করেন এবং পরপর দুটি গোল করেন। ফরোয়ার্ড সেলভাম কার্তি এবং ববি সিং ধামিও একটি করে গোল করেন।আয়ারল্যান্ড কেবল একটি সান্ত্বনামূলক গোল পায়।
বুধবার ভারতীয় সময় ২১:৩০ মিনিটে আবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। পরবর্তীতে ভারত আগামী দুই সপ্তাহ ধরে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি