আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: গিল সেরা রেটিং অর্জন করেছেন, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলেন ব্রুক
দুবাই, ৯ জুলাই (হি.স.): আইসিসির পুরুষদের টেস্ট প্লেয়ার রেটিং-এর সর্বশেষ আপডেটে ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক জো রুটের স্থলাভিষিক্ত হয়ে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হয়েছেন। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫৮ রানের ইনিংসের পর
আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: গিল সেরা রেটিং অর্জন করেছেন, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলেন ব্রুক


দুবাই, ৯ জুলাই (হি.স.): আইসিসির পুরুষদের টেস্ট প্লেয়ার রেটিং-এর সর্বশেষ আপডেটে ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক জো রুটের স্থলাভিষিক্ত হয়ে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হয়েছেন। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫৮ রানের ইনিংসের পর ব্রুক শীর্ষস্থানে উঠে এসেছেন, রুট দ্বিতীয় স্থানে নেমে যান।

এদিকে, এজবাস্টনে ২৬৯ এবং ১৬১ রান করে ভারতের অধিনায়ক শুভমান গিল র‌্যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। গিল ব্রুকের থেকে ৭৯ রেটিং পয়েন্ট পিছনে, যার পরে র‍্যাঙ্কিংয়ে রুট (দ্বিতীয়), কেন উইলিয়ামসন (তৃতীয়), যশস্বী জয়সওয়াল (চতুর্থ) এবং স্টিভ স্মিথ (পঞ্চম) রয়েছেন।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ১৮৪ এবং ৮৮ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ২৬তম স্থান থেকে দশম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার ২২তম স্থানে উঠে এসেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা এখনও শীর্ষে রয়েছেন। এজবাস্টনে টেস্ট মিস করা সত্ত্বেও, জসপ্রীত বুমরাহ টেস্ট ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর বোলার আছেন, যেখানে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ ছয় ধাপ এগিয়ে তালিকার ২২তম স্থানে রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande