কর জালিয়াতির দায়ে কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ আদালত
বার্সেলোনা, ৯ জুলাই (হি.স.) : ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকাকালীন তাঁর ইমেজ রাইটস রাজস্বের উপর কর পরিশোধ না করার জন্য বুধবার স্পেনের একটি আদালত ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে , পাশাপাশি ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা
কর জালিয়াতির দায়ে স্প্যানিশ আদালত কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে


বার্সেলোনা, ৯ জুলাই (হি.স.) : ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকাকালীন তাঁর ইমেজ রাইটস রাজস্বের উপর কর পরিশোধ না করার জন্য বুধবার স্পেনের একটি আদালত ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে , পাশাপাশি ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করেছে। মাদ্রিদের আদালত এক বিবৃতিতে বুধবার জানিয়েছে।

স্প্যানিশ আইন আছে, অহিংস অপরাধের জন্য দুই বছরের কম সাজার জন্য পূর্ববর্তী দোষী সাব্যস্ত না হওয়া আসামীকে খুব কমই জেল খাটতে হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande