ফিফা ক্লাব বিশ্বকাপ: চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো
কলকাতা, ৯ জুলাই (হি.স.): মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি। জোড়া গোল করেছেন পেদ্রো। ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই ব্রাইটন থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে সাইন করিয়েছিল চেলসি। চেল
ফিফা ক্লাব বিশ্বকাপ: চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো


কলকাতা, ৯ জুলাই (হি.স.): মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি। জোড়া গোল করেছেন পেদ্রো। ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই ব্রাইটন থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে সাইন করিয়েছিল চেলসি।

চেলসির দুটি গোল দুই হাফে এসেছে। ম্যাচের ১৮ ও ৫৬ মিনিটে জাল খুঁজে নেন পেদ্রো। প্রথম গোলটি আসে বক্সের বাইরে থেকে চমৎকার শটে আর দ্বিতীয় গোলটি আসে এঞ্জো ফার্নান্দেজের পাস পেয়ে ডি-বক্সে থেকে জোরাল শটে। তার এই দুই গোলেই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ফ্লুমিনেন্সকে।

বুধবার পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে দল জিতবে তারাই আগামী রবিবার চেলসির সঙ্গে ফাইনালে খেলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande